হিরু আলম পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পেকুয়া’ ডুসাপে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন নেতৃত্ব এসেছে। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন জিশান ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান জামিল।
১৩ সেপ্টেম্বর শুক্রবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ২২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে সংগঠনটি।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন জিশান বলেন, দলীয়করণের কারণে অনেকদিন ধরেই আমাদের এই সংগঠন নিষ্ক্রিয় ছিল। কিন্তু ২৪ এর গনঅভ্যুত্থানের ফলে আমাদের দেশ এবং এই সংগঠন উভয়ই মুক্ত হয়েছে।
তিনি বলেন, সামনের দিনে ঢাবিতে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠন সকলকে সাথে নিয়ে কাজ করে যাবে। এছাড়া এলাকার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ গড়ে তুলতে ক্যাম্পেইন এবং সেমিনার আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের। শিক্ষার্থী বান্ধব আমাদের আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা আমরা খুব দ্রুতই সামনে নিয়ে আসব।
সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বলেন, আমি আশা করছি নতুন কমিটির সকলে নিজেদের ভ্রাতৃত্ব রক্ষা করে পেকুয়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।তবে প্রতিবছর পেকুয়া থেকে ঢাবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের হার ধীরে ধীরে কমতেছে। সেদিকে লক্ষ্য রেখে পেকুয়ায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার আয়োজন করবে যাতে শিক্ষার্থীরা উচ্চাশিক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পায়।এছাড়াও বৃত্তি,শিক্ষা সহায়তাসহ শিক্ষার্থীদের উন্নয়নমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ডুসাপ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীরা জানান, বিপ্লব পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) পুনর্গঠনের অংশ হিসেবে আমরা এ কমিটি গঠন করেছি। ভ্রাতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে ডুসাপকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।
এদিকে পূর্ববর্তী নেতৃত্বে ক্ষমতাসীন ছাত্র রাজনীতির সাথে জড়িতরা একচেটিয়া প্রভাব খাটিয়েছিল বলে অভিযোগও করেন তারা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply