সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে রাতের আধারে শত্রুতাবশতঃ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ধ্বংস করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে ছাতক থানার এসআই ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামে। গাছ কর্তনের ঘটনায় গাছের মালিক বড় কেজাউরা গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র দিলোয়ার হোসেন বাদী হয়ে ছোট কেজাউরা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র সামছুদ্দিন সহ ৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে দিলোয়ার হোসেনের সাথে সামছুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধিন রয়েছে। পূর্ব শত্রুতা চরিতার্থ করতে প্রতিপক্ষরা ১৪ সেপ্টেম্বর ভোর রাতে দিলোয়ার হোসেনের বসত বাড়ি সংলগ্ন মৎস্য খামারের চার পাড়ে রোপন করা বিভিন্ন প্রজাতীর মাঝারি আকারের গাছ কাটতে শুরু করে। ভোর রাতে গাছ কাটার শব্দ ও মানুষের আওয়াজ শুনতে পেয়ে দিলোয়ারের বড় ভাই আমির হোসেন ঘুম থেকে উঠে ঘটনাস্থলে পৌছে প্রতিপক্ষকে গাছ কাটতে নিষেধ-বাধা দেন। এতে ক্ষীপ্ত হয়ে কবির হোসেনের উপর হামলা করে প্রতিপক্ষরা। এসময় পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বিভিন্ন প্রজাতীর ৬১টি গাছ কেটে ফেলে তারা। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দিলোয়ার হোসেন জানান, সামছুদ্দিনের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের মামলাও রয়েছে। চাল আত্মসাতের ঘটনায় সে কয়েক মাস জেলও কাটতে হয়েছে। একইভাবে অসৎ উদ্দেশ্যে রাতের আধারে তার বাড়ির গাছ কর্তন করেছে বলে তিনি মনে করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply