সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সামছুদ্দিন আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলা চরমহল্লা ইউনিয়নের ছোট কেজাউরা গ্রামে। আহত সামছুদ্দিন ছোট কেজাউরা গ্রামের মৃত হাজী তৈয়ব আলীর পুত্র ও চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয় সুত্রে জানা যায়, ছোট কেজাউরা গ্রামের একটি সালিশ বৈঠক শেষে ছাতক শহরের বাসায় ফিরছিলেন সামছুদ্দিন। বড় কেজাউরা গ্রামের কাছে পৌঁছার পর প্রতিপক্ষরা তাকে রাস্তায় আটক করে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে মৃত ভেবে সামছুদ্দিনকে গ্রামের মাঠের কাছে একটি বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply