হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে শেষ করে দিয়ে ভারতে পালিয়েছেন। তারা ক্ষমতায় ঠিকে থাকার জন্য আলোচিত শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর কোমলমতি শিশুদের এবং গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজে মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে দেশ থেকে, ক্ষমতা ছেড়ে চলে গেছে, তারা দেশের সকল সম্পদ
শেষ করে দিয়ে গেছে…ব্যাংকসহ সব টাকা তারা লুট করেছে… গত ১৭/১৮ বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমাদের নেতাকর্মীদের নামে সারাদেশে ৬০ লক্ষ মামলা দেয়া হয়েছে….ছাত্র-জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, আজ আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো পুরো স্বাধীন হইনি…
ছাত্ররা অসাধ্য সাধন করেছে, এখন তাদেরকে নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আসন্ন দুর্গাপুজা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে বৈষম্য দূর করতে হবে, ঘুষ,চাঁদাবাজি বন্ধ করতে হবে…অন্তর্বর্তীকালিন সরকার সফল হোক, এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।
যখন উপযোগী সময় হবে তখন তারা নির্বাচন দেবে। আগামীতে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য, রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, সাবেক এমপি ও ঢাকা কলেজ সাবেক ভিপি মর্তুজা চৌধুরী তুলা,কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি বিএনপি নেতা কামাল আনোয়ার আহাম্মদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান,
শাহাদাত হোসেন ও পান্না বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী,সম্পাদক মহসিন আলী,নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম,নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক প্রমুখ।এছাড়াও সমাবেশে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply