সেলিম মাহবুব,সিলেটঃ
কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজি করতে গিয়ে জনতার আটক হয়েছেন ৯ জন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জের দয়ার বাজার শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচিত দিতেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কালী বাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-আবু সাঈদ রবিন (২২) শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো.রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।
মামলার বাদী নূর আহমদ জানান, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্হলে যাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সাথে চিল্লা চিল্লি করছে এবং তাদেরকে দৌঁড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫০০-১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানায় নিয়ে এসে।ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply