মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গার অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে পোনা মাছ শিকারের অপরাধে তিনজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা হাট ও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আল ইমরান আহমেদসহ অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, নলডাঙ্গা হাটে অভিযান পরিচালনা করে প্রায ৩৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ২২০ মিটার চায়নাদুয়ারী জাল, ১০ হাজার টাকা মূল্যের ৫০০ মিটার বানা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়। জব্দ করা লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply