আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৫ টায় চরজুবিলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাপ মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী।
এ সময় আরো বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসাইন, যুবদল নেতা মোঃ সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, আমি বিএনপি করার কারণে ২২ টি মিথ্যা মামলার আসামী হয়ে ৯ বার কারা বরণ করেছি, এরপরও আমি দলের হাল ছাড়েনি, এক মুহূর্তের জন্য বিএনপির আদর্শ থেকে সরে যায়নি, আমার পরিবারের চেয়েও দলকে বেশি ভালোবাসি।
তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুত তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চরজুবিলী ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের আহবান জানাচ্ছি।
এ সময় ইউনিয়ন যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply