মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় জয়নাল উদ্দীন জাহেদ কেগ্রেফতার করে সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ। নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসে আটক হয়েছে পুলিশের হাতে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ডবলমুরিং এলাকার নগরীর মা ও শিশু হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসে জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে প্রেরণ করা হবে।
সিএমপি সূত্রে জানা যায়, আমরা জনগণের সহায়তা তাকে গ্রেফতার করেছি মা ও শিশু হাসপাতালের ঐখান থেকে। সে ওয়াসিম হত্যা মামলার ৪৬নং আসামি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ রইস উদ্দিন জানান।
উল্লেখ্য : নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান।
গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কলেজ শিক্ষার্থী ওয়াসিমকে ছুরিকাঘাত করা হয়েছে এবং ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়। দুইজনেরই হাসপাতালে আনা হয়। আহত আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply