সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকের রৌয়াইল খাল সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবীতে ৬টি গ্রামের সাধারন মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রোববার বিকেলে রৌায়াইল খালের পাড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সুবিধাভোগী উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও, জোড়াপানি, নোয়ারাই, মৌলা, শাহ আরেফিন নগর টিলাগাঁও ও পৌরসভার নোয়ারাই ইসলামপুর গ্রামের মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যুগ-যুগ ধরে রৌয়াইল খাল উন্মুক্ত অবস্থায় মাছ ধরা সহ গৃহস্থালী কাজে ব্যবহার করে আসছে এসব গ্রামের মানুষ। খালের তীরে বসবাস করা অর্ধলক্ষাধিক মানুষের পানির প্রধান উৎস হচ্ছে রৌয়াইল খাল। শুকনো মৌসুমে রৌয়াইল খানের পানির উপর নির্ভশীল হয়ে পরে ৬ গ্রামের সাধারন মানুষ। গোসল করা, গবাদি পশুকে গোসল করানো, হাঁস পালন, ছোট জাল, বড়শি দিয়ে মাছ ধরা, গৃহস্থালী কাজ সহ সকল কাজেই রৌয়াইল খালের পানিই তাদের একমাত্র অবলম্বন। সম্প্রতি টেংগারগাঁও গ্রামের আবু মিয়া নামের এক ব্যক্তি রৌয়াইল খাল লিজ গ্রহন করলে বিপাকে পড়েন খালের তীরবর্তী বসবাস করা এসব মানুষ। মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী মানুষের অভিযোগ মাছ ধরা তো দুরের কথা, খালের পানিতে গোসল করতেও বাধা দিচ্ছে লিজ গ্রহীতা আবু মিয়া। গ্রামের মহিলারা গোসল করতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগালি শুনে গোসল করতে থাকে গ্রামের মহিলারা। গ্রামের গৃহপালিত হাঁস খালের পানিতে নামলে ধাওয়া করে ধরে নিয়ে যায় আবু মিয়া ও তার লোকজন। গৃহস্থালী কাজেও খালের পানি ব্যবহার করতে দিচ্ছে না গ্রামবাসীদের। ফলে চরম দুর্ভোগ পোয়াচ্ছে এসব গ্রামের সাধারন মানুষ। বিগত আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় থেকে কৌশলে ভুল ব্যাখ্যা দিয়ে রৌয়াইল খাল লিজ গ্রহন করে আবু মিয়া। বর্তমানে সে ওই খালের মালিক হিসেবেও দাবী করছে। লিজ বাতিল করে অত্যাচারী আবু মিয়ার হাত থেকে রৌয়াইল খাল মুক্ত করার পাশাপাশি এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেয়ার বাদী জানান ভুক্তভোগী লোকজন। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর রৌয়াইল খাল উন্মুক্ত করে দেয়ার দাবীতে দুর্বিনটিলার বাসিন্দা বাউল সাধক দুর্বিনশাহ’র পুত্র আলম শাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদনও দিয়েছেন। মানববন্ধনে বিভিন্ন গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে হানিফ আলী, হাসমত আলী, সেলিম মিয়া, বুলবুল আহমদ, সোহেল আহমদ, মোহাম্মদ আলী, ইউসূফ মিয়া, শফিক মিয়া, কমরু মিয়া, শফিকুল ইসলাম, দুলাল মিয়া, ওমর ফারুক, রাসেল আহমদ, সিরাজ মিয়া, সোহাগ আহমদ, কদর আলী, সোলেমান বাদশা, রুহেল আহমদ, মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply