সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতক উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। এ তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সুব্রত দাস। ছাতক পৌরসভাঃ বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩০.০৯.২৪ ইং তারিখ বাগবাড়ি, গনক্ষাই, কুমনা ভাসখালা, বাজনা মহল, শ্যামপাড়ার বাসিন্দাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।একই স্থান থেকে ০১.১০.২৪ ইং তারিখ পেপার মিল, লেবারপাড়া, দক্ষিণ বাগবাড়ি, দক্ষিণ নিজগাঁও, পুর্ব কামারগাঁও এবং ০২.১০.২৪ ইং তারিখ মন্ডলীভোগ, ছাতক বাজার
০৩.১০.২৪ ইং তারিখ চরেরবন্দ, মোগলপাড়া, তাতিকোনা, বৌলা, এবং ০৯.১০.২৪ ইং তারিখ উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সিমেন্ট ফ্যাক্টরি আংশিক, ফকির টিলা, ঠেংগারগাঁও, পুর্ব নোয়ারাই, পশ্চিম নোয়ারাই এলাকার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। ১০.১০.২৪ ইং তারিখ উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নোয়ারাই ইসলামপুর, সিমেন্ট ফ্যাক্টরি আংশিক এলাকা সহ নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ হবে। উত্তর খুরমা ইউনিয়নঃ ২০.১১.২৪ ইং তারিখ উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মৈশাপুর, চাড়াল কোনা, সেওতের পাড়া, হলিয়ারগাঁও, ইসলাম পুর, নানশ্রী, নাদামপুর রসুলপুর, একলিম নগর, কাঞ্চনপুর, গৌরীপুর, নানশ্রীচক, সউলা, রাজার গাওঁ গ্রামের বাসিন্দাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। ২১.১১.২৪ ইং তারিখ আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর, মোহনপুর, আলমপুর, মানজিহারা, ঘিলাছড়া, হামিদপুর, তকিরাই, দাহারগাঁও, নয়া মৈশাপুর, নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সংযুক্ত থাকবে ২ নং ওয়ার্ড
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। ২৪.১০.২৪ ইং তারিখ চরমহল্লা ইউনিয়নের শেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, গাবুরগাঁও, ছোট বিহাই, বড় বিহাই, জামিরখাই, ফুরকাননগর, লক্ষিপাশা, গদারমহল, রুক্কা, ঘটপার, চলিতারবাক গ্রামের লোকজনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। এ কেন্দ্রে ওই দিন সংযুক্ত থাকবে চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply