মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
হটাৎ ঝড়ে পটুয়াখালীর গলাচিপায় গাছ উপরে পড়ে ইক্বরা কারিমীয়া কেরাতুল কোরআন হাফেজীয়া মাদ্রাসা তচনচ। এসময় মাদ্রাসায় থাকা ৩ জন শিক্ষক আহত হন। আহতরা হলেন মাদ্রাসা পরিচালক মো. মনির হোসেন, শিক্ষক মো. জাহিদ হাসান ও মুফতি জুবায়ের আহমেদ। টিন কাঠের তৈরি মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় প্রায় ১০০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চর কপাল বেড়ায় ঘটনাটি ঘটে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিন কাঠের তৈরি লম্বা একটি মাদ্রাসা। পাশে থাকা বিশাল আকৃতির একটি চাম্বুল গাছ উপড়ে পড়ে মাদ্রাসাটি বিধ্বস্ত হয়েছে। এলোমেলো ভাবে মাদ্রাসা কক্ষে পড়ে আছে বিভিন্ন শিক্ষা উপকরণ। মাদ্রাসা পরিচালক মো. মনির হোসেন বলেন, শুক্রবার রাতে শিক্ষকরা খাবার খাচ্ছিলেন। হটাৎ ঝড় শুরু হয়। মুহূর্তে একটি গাছে উপড়ে পড়ে মাদ্রাসাটি ভেঙে যায়। এসময় গাছের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হন তিনজন। এর মধ্যে গুরুতর আহত শিক্ষক জাহিদ হাসান বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. রুহুল আমীন বলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাটি ৪ বছর আগে নির্মিত হয়। এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয় শিক্ষার্থীদের পড়ানো গয়। হটাৎ এমন একটি ঘটনায় পাঠদান বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাটি পুনরায় নির্মাণের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply