মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৬ সেপ্টম্বর) দুপুর ২ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) জুয়েল রানার সঞ্চালনায় জেলা পরিষদের উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জাহান উর্মি, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার নাফিছা নাজ নীরা, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ইঞ্জিঃ এ্যাডঃ জামাল হোসেন, সদস্য মো. জাকারিয়া কাওছার, সদস্য আব্দুল্লাহ আল জবির, সদস্য শাহজাহান সিরাজ, সদস্য গাজী মিজানুর রহমান মিজান, সদস্য মাইনুল ইসলাম রনো, সদস্য মো. ফিরোজ শিকদার, সদস্য মো. মশিউর রহমান শিমুল, সদস্য নুরুন্নাহার শেলী, সদস্য কামরুন্নাহার ও সদস্য মোসাঃ বিলকিস জাহান, ইঞ্জিনিয়র মো. শাহজাহান ও মো. মিজানুর রহমান।
সভায় সভাপতি জেলা পরিষদ প্রশাসক জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, ছাত্র জনতার অভ্যুল্থানে অর্জিত অর্ন্তবর্তী সরকারের নেতৃত্বে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সংস্কার কার্যক্রমে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হচ্ছে জবাবদিহিমূলক ও সেবামূলক প্রতিষ্ঠান। তাই জনগনের অধিকার ও কাংঙ্খিত সেবা বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন ও সম্পন্ন করার জন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply