মোহাম্মদ মাসুদ
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, গোলাসহ কুখ্যাত রাশেদ-গিয়াস গ্রুপের ৬ জন ডাকাতকে আটক করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন-তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় একটি জলদস্যুর দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়।
তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে তাঁরা রাশেদ-গিয়াস গ্রুপের সদস্য বলে জানান। ডাকাতেরা দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতেন বলে স্বীকার করেন। জব্দকৃত মালামালসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply