মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে খেলতে গিয়ে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চরমান্দারী গ্রামে ছৈয়ালবাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম আরিয়ান আব্দুল্লাহ (৩)। সে ওই বাড়ির রবিউল ছৈয়ালের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির বলেন, শিশু আবদুল্লাহ খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply