মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার’র সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য “কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। বক্তব্য রাখেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী হুমায়রা ফেরদৌস ও শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী শ্রেয়া বিশ্বাস।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply