মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় এলজিইডির “সারাদেশ পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদের নামে ১১লক্ষ ১৬ হাজার ২শত ৮৬ টাকা বরাদ্দ নিয়ে ব্যক্তিগত পুকুর খনন, পুকুরের ঘাট নির্মান ও কবর স্থানের মাটি ভরাটের অভিযোগ উঠেছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীন হোসেন জানান, সাবেক সরকারের পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মু.শাহীনের সুপারিশে এই প্রকল্প গ্রহন করা হয়।
সূত্র জানায়, গলাচিপা উপজেলা বিচ্ছিন্ন একটি দ্বীপ চরকাজল ইউনিয়ন। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ছোট কাজল গ্রামে ছোট চরকাজল পুরাতন জামে মসজিদ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরকাজল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোশারফ মৃধা পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি এসএম শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মু.শাহীনের সুপারিশে হাজী আ.হালিম মৃধা বাড়ী জামে মসজিদর নামে পুকুর খনন, পাকা ঘাট ও কবরস্থান নিমার্নের জন্য এলজিইডি কর্তৃক ১১লক্ষ ১৬ হাজার ২শত ৮৬ টাকা বরাদ্ধ পায়। এব্যাপারে সরেজমিন ঘুরে দেখা গেছে, মসজিদের মুসিল্লীরা জানান, কেউ বলেন , চরকাজল পুরাতন জামে মসজিদ, আবার কেউ বলেন হাজী মৃধা বাড়ী জামে মসজিদ কিন্তু হাজী আ: হালিম মৃধা বাড়ীর জামে মসজিদ নামে ওই এলাকায় কোন মসজিদ নাই। মোশারফ মৃধার বাড়ির পুকুর খনন, কবরস্থানে মাটি দেয়া হয়েছে ও পুকুরের ঘাটের কাজ চলমান রয়েছে। পটুয়াখালীর সহিদুল এন্টারপ্রাইজ নামের ঠিকাদার এ কাজটি পায়। এ ব্যাপারে ঠিকাদার মো: সহিদুল ইসলাম জানান, বর্তমানে ৭৫% কাজটি শেষ হয়েছে।
ওই এলাকার মুসল্লী আ.কাদের গাজী (৬৫) জানায়, ওই এলাকায় হাজী আ.হালিম মৃধা বাড়ী জামে মসজিদ নামে কোন মসজিদ নাই।
ওই এলাকার গ্রাম পুলিশ মো.জসিম উদ্দিন, ওই এলাকায় ছোট চরকাজল পুরাতন জামে মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। হাজী আ.হালিম মৃধা বাড়ির জামে মসজিদ নামে কোন মসজিদ নাই।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মোল্লা জানান, ওই এলাকায় একটি মসজিদ রয়েছে। শুনেছি এলজিইডি একটি বরাদ্দ দিয়েছে, কাজ চলমান রয়েছে। মসজিদ কি নামে আমার ভালো জানা নাই।
মোশারফ হোসেন মৃধা জানান, হাজী আ.হালিম মৃধা জামে মসজিদের নামে ৫একর জমি রয়েছে। পুকুর ও পুকুর ঘাট বিষয়ে বলেন, পুকুর আমাদের ব্যাক্তিগত হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা মসজিদের নামে পুকুরটি উইল করে দিব।
এলজিইডি গলাচিপা উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর হোসেন জানান, গলাচিপা- দশমিনা এলাকার এমপি ও গলাচিপা উপজেলা চেয়াম্যানের চাপের কারনেই এ বরাদ্ধ দেয়া হয়েছিল। যখন এলাকায় গিয়ে যাচাই বাছাই করেছিল তখন মুসল্লিরা এ প্রশ্ন কেন তুললো না এবং কাজে বাধাও দিল না।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply