হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় গতকাল বুধবার ২ অক্টোবর শেষ রাতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই জন নেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় অজ্ঞাত কারণে আ. লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম। জানা গেছে, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি শামসুল হক, সম্পাদক রুস্তম আলী কে গ্রেফতার করা হয়েছে। অপর আ’লীগ নেতা আবু শাহীনকে আটক করে গাড়ীতে তোলার সময় অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম বলেন, আ’লীগ নেতা শাহীনকে পুলিশ আটক করলো। হঠাৎ গাড়ীতে তোলার সময় শাহীনকে তারা ছেড়ে দিলে সে সেখান থেকে পালিয়ে যায়।রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার বলেন, বালিয়াডাঙ্গী থানার পুলিশ আমাদের সহযোগিতা চেয়েছিল আমরা সহযোগিতা করেছি। তবে শাহীনকে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করছে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির মুঠোফোনে বলেন, ঠাকুরগাঁও সদর থানার হত্যা মামলা আসামীদের আটক করা হয়েছে।
Leave a Reply