সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে ডিলার কর্তৃক অবৈধ ভাবে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী চাল জব্ধ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের ডিলারের গুদাম থেকে এসব চাল জব্ধ করা হয়। এসব সরকারী চাল অনত্র বিক্রির জন্য রাখা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী চাল কার্ডধারী উপকার ভোগিদের কাছে বিক্রির জন্য গোদামে নিয়ে রাখেন ডিলার শামীম আহমদ। এ হিসেবে ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং-ওয়ার্ডের খাদ্য বান্ধব তালিকা থাকা ৫৮২ জন কার্ডধারি কাছে মঙ্গলবার থেকে চাল বিক্রি শুরু করেন ডিলার। দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে চাল বিক্রি শুরু হলে উপকারভোগী অনেকেই ওই চাল গুদাম এলাকায় বিক্রি করে চলে যান। উপকারভোগীদের কাছ থেকে কৌশলে এসব চাল ক্রয় করেন ডিলার শামীম আহমদ। এ সুযোগে নির্ধারিত কার্ডধারী ছাড়া অবৈধভাবে সরকারী চালও বিক্রি করেন তিনি। ডিলারের এসব অপকৌশল দেখে স্থানীদের মনে সন্দেহের দানা বাধে। এক পর্যায়ে বুধবার ডিলার কর্তৃক গুদামের পাশে টেলাগাড়িতে বিক্রির জন্য রাখা ৭ বস্তা এবং বারান্দায় বিক্রির জন্য রাখা আরও ১৩ বস্তা চাল স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য দিদার আলম সহ এলাকার গন্যমান্য লোকজন সেখানে জড়ো হন। এই সুযোগে পালিয়ে যান চাল ডিলার শামীম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থল থেকে ১৩ বস্তা চাল জব্ধ করেন। টেলা গাড়িতে থাকা ৭ বস্তা চালের মধ্যে কার্ড দেখিয়ে ৫ বস্তা ক্রয়কৃত মালিককে বুঝিয়ে দেন এবং ২ বস্তা স্থানীয় এক দোকানদারের জিম্মায় দেন। স্থানীয় লোকজনের অভিযোগ, ডিলার শামীম সরকারী চাল বিক্রির নামে সিন্ডিকেট তৈরি করে নিজেই ক্রয় করে বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পানি ভট্রাচার্য ১৩ বস্তা চাল জব্ধ করার বিষিয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply