মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের বিআইডিসি থেকে মাইজগাও রোড এর দুপাশের জঙ্গল পরিষ্কার এর অভিযানের দ্বিতীয় দিনের মতো আজ ৪( অক্টোবর) শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে দুপুর পযন্ত রাস্তা জঙ্গল পরিষ্কার করেন এক জাগ তরুণরা। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লা শামসুজ্জামান দিনার. সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম. আতিক মিয়া। অনির্বাণ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বদিউজ্জামান রানু ,,,
উপস্থিত ছিলেন অনির্বাণ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক জনাব রুবেল আজম, যুগ্ন আহবায়ক নজির আলী রুবেল ও সাব্বির হোসেন, সদস্য সচিব মোঃ মিসবাহ আহমেদ, কোষাধক্ষ্য সাব্বির আহমদ, অন্যান্য সদস্যরা হলেন সাঈম আহমদ, ইমন আহমদ, সাইদ আহমদ, তামিম হাসান, শাহ আদনান তাওহীদ, ফয়জুল ইসলাম এপলু , সৌরভ আহমদ. নিলু মিয়া, প্রমূখ। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের যবাবে বলেন অনির্বাণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বলেন আমারা এই রাস্তা জঙ্গল পরিষ্কারের কাজ করছি এবং পরে আমাদের সংস্থায় বিক্ষোভ রুপন করবো ইনশাআল্লাহ।
Leave a Reply