সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ। বক্তব্য রাখেন, প্রভাষক বাকের হোসেন, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শরীফ উদ্দিন, হেলালুল ইসলাম, দুলন তরফদার, আনোয়ার হোসেন, পংকজ দত্ত, তমাল পোদ্দার, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, মাহবুব আলম প্রমুখ। সভা মেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি র্যালী। সভায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মাদ্রাসা সুপার এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply