মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে পটুয়াখালীর গলাচিপায় ২৮টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ২৪ ঘন্টা নিয়স্ত্রন কক্ষ খোলা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, গলাচিপা পৌরসভার ৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এছাড়া আমখোলা ইউনিয়নে ২ টি মণ্ডপে, গোলখালী ৪টি মণ্ডপে, রতনদী তালতলী ইউনিয়নে ১ টি, ডাকুয়া ইউনিয়নে ৫ টি, চিকনিকান্দি ইউনিয়নে ৪ টি, কলাগাছিয়া ইউনিয়নে ১ টি , বকুলবাড়িয়া ইউনিয়নে ৩টি, চরকাজল ইউনিয়নে ৩টি মণ্ডপে ও চরবিশ্বাস ইউনিয়নে ২টি মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা প্রতিষ্ঠানগুলোর। মণ্ডপে মণ্ডপে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। প্রতিমা তৈরিতে ভাস্করদের কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কাজ। কোথাও কোথাও প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। প্রতিটি প্রতিমাকে রং-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজসজ্জার কাজও। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় সেজে উঠছে দেবী দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুরসহ অন্যান্য প্রতিমা। এ ছাড়া কোনো কোনো প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গহনা। পাশাপাশি আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সঙ্গে সংশ্লিষ্টরা।
প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ফলে দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিরাজ করছে সাজ সাজ রব। কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সার্বিক নিরাপত্তা নিয়ে সহকারী পুলিশ সুপার মোঃ মোর্সেদ তোহা জানান, দুর্গা পূজা সামনে রেখে এরই মধ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।পূজা মণ্ডপের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার,স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে ও বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহলে থাকবেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply