সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকের বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করেছেন, ছাতক-দোয়ারার সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর জাবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি) আবু নাছির ও ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। বৃহষ্পতিবার(১০ অক্টোবর) দুপুর থেকে রাত ১০ঘটিকা পর্যন্ত তারা উপজেলার ও পৌর সভার বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করে পুঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনে এসময় প্রশাসনের পক্ষ থেকে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন। উপজেলার জাতুয়া একতা যুব সংঘ, অন্ন পুর্না, নবীন সমাজ উন্নয়ন সংস্থা, চানপুর, কৈতক, খিদ্রাকাপন, পৌর সভার মহামায়া, তাতিকোনা, শিববাড়ি, ত্রি-নয়নী, কালি বাড়ি, চৈতন্য সংঘ, মহা প্রভুর আখড়া পুঁজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা পুঁজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন পূঁজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply