সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে একটি নতুন কমিটি গঠনের লক্ষে এক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ছাতকের সকল স্থরের ব্যবসায়ীদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ব বিদ্যালয় ডাকসুর সাবেক নাট্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ডা.আফছার উদ্দিনকে প্রধান সমন্বয়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি ব্যবসায়ী সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সমন্বয়করা হলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী এখলাছ খান, ব্যবসায়ী সাইদুল আলম মধু, সাবেক পৌর কাউন্সিলর মাসুক মিয়া, সমছু মিয়া ও শরিফ হোসেন। এসময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী আলী আজগর সোহাগ, হাজী আজমল মিয়া, আলা উদ্দিন, শাহ আলম, কামাল উদ্দিন, মতিউর রহমান, জাকারিয়া ইসলাম জুয়েল, রুবেল আহমদ, তাজ উদ্দিন, রইছ আহমদ, জুয়েল মাহমুদ, আজাদ মিয়া, আব্দুল কাদির, সৈয়দ লাহিন মিয়া, সৈয়দ জুনেদ আহমদ, আপ্তাব উদ্দিন, উত্তম ঘোষ, সজল সরকার প্রমূখ। কমিটির প্রধান সমন্বয়ক ডা: আফছার উদ্দিন বলেন ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য দূরীকরণের লক্ষ্য আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে সাফল্যের সাথে নিজেদের ভূমিকা রাখতে হবে এবং স্থানীয় বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্য আমরা সকল ব্যবসায়ীগণ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে দাবি আদায় করবো। বিগত দিনে পৌর কর্তৃপক্ষ ইচ্ছে মতো পৌর কর বৃদ্ধি, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি সহ নানা অনিয়ম করা হয়েছে। আমরা ব্যবসায়ী নাগরিকরা সচেতন থাকলে এভাবে ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপিয়ে দেয়া হতোনা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply