মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নাটোর শহরের বাজার গুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম।
অভিযানে পণ্য বেচাকেনার মূল্য তালিকা না থাকা , পাকা রশিদ সংরক্ষণ না করা ও অতিরিক্ত মজুত করার অপরাধে ছয় ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান চালান। এ সময় পাইকারি আড়তসহ বাজারে কাঁচা শাকসবজি, আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালানো হয়।
অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিতু তামান্না।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাওয়ানুর হকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply