মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে ১৭৮তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস পালিত হলো। অ্যানাস্থেসিয়া দিবস স্মরণে বিশ্বজুড়ে উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে বিএসএ-সিসিপিপি, চট্টগ্রাম শাখা কর্তৃক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।
আজ ১৬ ই অক্টোবর,(বুধবার) সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিং চত্বর হতে একটি মনোজ্ঞ রেলি শুরু হয়ে হাসপাতালের গোল চক্কর ঘুরে প্রিন্সিপাল লবিতে শেষ হয়।
সন্ধ্যা ৭-৩০ মিনিটে চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্টুরেন্টে একটা সেমিনার ও আয়োজন করা হয়। আজকের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো – ওয়ার্কফোর্স ওয়েলবিইং অর্থাৎ কর্মশক্তির সুস্থতা ।
র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডাঃ জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, বিএসএ-সিসিপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ আশরাফুল কবির ভুঁইয়া, প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ একেএম ফজলুল হক, বিএসএ -সিসিপিপি চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ, এ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীগণ, সোসাইটির সিনিয়র চিকিৎসকগণসহ সর্বস্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এতে আনুষ্ঠানিক ধারাবাহিকতায় কার্যক্রমের মধ্যে রয়েছে কেককাটা, বেলুন উড়ানো, টি শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply