মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী মো. শফিকুল ইসলাম এবং উৎসব দত্ত। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান,
রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসকে পেছন থেকে ধাক্কায় দেয় মাছবাহী একটি পিকআপ। এসময় বাসের ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনার পরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply