মোহাম্মদ মাসুদ
ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় ইজি বাইক তল্লাশি করে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২জন মাদক ব্যবসায়ী র্যাব-১৪,সিপিএসসি কর্তৃকবিশেষ অভিযানে
আটক।
অদ্য ১৯ অক্টোবর,দুপুর ১১টায় তারাকান্দা থানাধীন ০১ নং তারাকান্দা ইউ/পিস্থ ময়মনসিংহ টু তারাকান্দা মহাসড়কে
আসামিদের আটক করা হয়।
আটকৃত হলেন, মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১) মফিদুল ইসলাম(৪০), পিতা- মৃত হাফিজ উদ্দিন, সাং-চরবঢ় বিলা এবং ২) মাহবুব(৩২), পিতা- মৃত হাসমত, সাং- দিঘারকান্দা, উভয় থানা- কোতোয়ালী,জেলা- ময়মনসিংহ।
র্যাব ১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোঃ নাজমুল ইসলাম, পিপিএম-সেবা) মিডিয়া অফিসার বলেন, আটকের সময় বাইকে তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ হতে প্রাপ্ত মোট ৩৯৬ বোতল ফেন্সিডিল ০২ টি বাটন ফোন এবং আটককৃত ইজি বাইক জব্দতালিকা মূলে জব্দ করা হয় । জব্দকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৭,৯২,০০০ /- (সাত লক্ষ বিরানব্বই হাজার) টাকা।
উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করত আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply