ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ২৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট কসাই লিটনের সহযোগী সুমন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আনুমানিক ৩টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত সুমন মিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ও একই উপজেলার মাদক সম্রাট কসাই লিটনের সহযোগী পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে রবিবার বিকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ সুমন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এদিকে অনুসন্ধানে জানা গেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের আস্তানা গড়ে তুলেছে কসাই লিটন। তার বিরুদ্ধে মাদক, পুলিশের উপর হামলা সহ
বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। তার হাত থেকে যুব সমাজ কে বাঁচাতে গ্রামবাসী একজোট হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চলতি বছরের গত ২৭ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। বর্তমানে গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছে কসাই লিটন। লিটন আত্মগোপনে থেকে তার সহযোগী সুমন কে দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিসা ইয়াবা টেবলেটসহ সুমন মিয়াকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply