সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কালিঘাটে ৫ আগষ্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে এবং পুলিশের সামর্থহীনতার কারনে সিলেটের জুয়ার বোর্ডের ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনীসহ কাউকেই তারা তোয়াক্কা করছেনা। সিলেট এসএমপির কতোয়ালি থানার আওতাধীন
কালীঘাট বস্তাপট্টির পাশে দুতলায় রয়েছে শরীফের জুয়ার বোর্ড, কালীঘাট নদীর পাড়ে তোরাব আলীর বোর্ড, কালীঘাট পিয়াজ পট্টিতে রয়েছে মিজানের তীর জুয়ার বোর্ড। কোতয়ালী থানাধীন সোবহানীঘাট কাঁচা বাজারে পিছনে নাছিমের বোর্ড নামে একটি তীর ও ঝান্ডুমন্ডুর জুয়ার বোর্ড চালু রয়েছে। এই বোর্ডের মুল মালিক হচ্ছে সিলেটের অন্যতম আলোচিত জুয়াড়ী ফায়কুল ইসলাম ওরফে সাইফুল, সাথে আছে তার শ্যালক কাসেম,তাদের নাকি অনেক লম্বা হাত রয়েছে ঐ এলাকায় কালিঘাটের বিভিন্ন স্থানে হয়েছে তীর, ঝান্ডমুন্ডসহ বিভিন্ন ধরনের আইটেমে এখানে জুয়াচলে দিনরাত। কালিঘাট এলাকায় আইনশৃংখলা বাহিনী প্রবেশ করতে ভয় পায়, এখানে রিতীমতো একটি বাহিনী রয়েছে, যাদের হাতে বিভিন্ন সময়ে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ্যাশল্ট হতে হয়।
প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় থাকেন। যেকারনে এখানকার বাসিন্দারা অপরাধমূলক যেকোনো ধরনের কাজ করেও পুলিশ এ্যাশল্ট করতে তাদের কোনো অসুবিধা হয়না। পুরো সিলেট জেলাসহ আস-পাধশ থানা এলাকার চিহ্নিত জুয়াড়ীরা এই জুয়ার আসরটি নিয়ন্ত্রন করে। কতোয়ালি থানার আওতাধীন কালিঘাট এলাকায় ।
এবিষয়ে জানতে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর মোঠোফোনে ফোনদিলে ফোন রিসিভ করেন নি তাই উনার ব্যক্তব নেওয়া সম্ভব হয়নি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply