সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
দৈনিক আমাদের সময়, দৈনিক সবুজ সিলেট, সুনামগঞ্জের খবর পত্রিকার ছাতক প্রতিনিধি, ও ছাতক প্রেসক্লাবের অর্থ-সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক বিজয় রায় পরলোক গমন করেছেন।তিনি কনক চাঁপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদকও ছিলেন। মঙ্গলবার বিকেল ৪টায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক বিজয় রায়ের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
এদিকে সাংবাদিক বিজয় রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, নোটারী পাবলিক এডঃ আব্দুস সালাম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, দৈনিক সুবজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্হ, দৈনিক সুনামগঞ্জর খবরের সম্পাদক পংকজ দাস, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, ছাতক সরকারি কলেজের প্রতিষ্টাকালিন ভি পি, শফিকুল ইসলাম বাবুল, ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, ছাতক মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডঃ পীযুষ ভট্রাচায্য, সাধরন সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, ছাতক পৌরসভা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সৌরভ দাস,
ছাতক উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধরন সম্পাদক বাবুল রায়, ছাতক লাইমস্টোন সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারি অরুণ দাস, ছাতক রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রবীন্দ্র কুমার দাস, কনকচাঁপা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি বিজিত রঞ্জন করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন সাংবাদিক বিজয় রায় ছিলেন ছাতকের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply