সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে কৌশলে চুরির ঘটনায় দায়ের করা মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষোম হয়। মঙ্গলবার স্থানীয় লোকজনের সহযোগিতায় মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। ২২ অক্টোবর সকাল অনুমান ১১.০০ ঘটিকায় মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কালে বিবাদী আমেনা, সুরমা, শান্তা, ফাহিমা, মোছা: মায়া, হামিদা আক্তার সহ অজ্ঞাতনামা আরো আসামীগণ কৌশলে মহিলাদের স্বর্ণের চেইন ও মোবাইল চুরি করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ছাতক সদর ইউনিয়নের অন্তর্গত তিরোরাই গ্রামের মৃত উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে চিত্ত রঞ্জন সরকার (৬৫) থানায় মামলানং ১৭ দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ছাতক থানার এস আই, মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আসামী আমেনা (৩৫), স্বামী-বেলায়েত, পিতা: নুর মিয়া, সাং-পলাশ, থানা চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। সুরমা (১৮), স্বামী-রুয়েল, পিতা-দুলাল মিয়া, সাং-ধরমন্ডল,থানা- নাসিরনগর, জেলা বি-বাড়িয়া। শান্তা (১৯), স্বামী-সাগর, সাং-কালিকাপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ। ফাহিমা (২৮), স্বামী-মো: বাহার মিয়া, পিতা-রেঙ্গু মিয়া, মোছা: মায়া (২৫), স্বামী-আল আমিন, পিতা-ইউসুব আলী, হামিদা আক্তার (২৫), স্বামী-মাসুক মিয়া, পিতা-মরছব আলী, সর্ব সাং ধরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়িয়া এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোরাইকৃত মালামালের মধ্যে বাাদীর চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কালে আরো অন্যান্য এলাকা থেকে স্বর্ণের চেইন ও মোবাইল চুরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ছে বলে জানিয়েছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মো গোলাম কিবরিয়া হাসান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply