সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
দোয়ারাবাজারের বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এ বিজ্ঞপ্তি ছিলো ভুঁয়া। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দিবেন। তিনি যেন প্রতিষ্ঠান ক্যাম্পাসে আর ঢুকতে না পারেন সেই দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে করা জোর দাবী জানানো হয়েছে। মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply