মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ও জনসাধারণের দূর্ভোগ কমাতে আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ‘নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র উদ্যোগে ‘জনতার বাজার’ কর্মসূচি শুরু।
এই বাজারে স্বল্প মূল্যে পাওয়া যাবে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
বুধবার থেকে শুক্রবার এই তিন দিন সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১ টা পর্যন্ত নাটোর প্রেসক্লাবের সামনে বসবে এই বাজার। ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে এই বাজার। নাটোর স্বার্থরক্ষা কমিটির আয়োজনে ক্রেতারা এখান থেকে পাবেন শাকসবজি ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানান নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্যরা।
তারা আরো জানান সরাসরি কৃষকের কাছে থেকে কিনে এই বাজারে বিক্রি করার ফলে মধ্যসত্তভোগী এবং সিন্ডিকেটের কারসাজিতে যে দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যেত সেটি আর হওয়ার সুযোগ থাকবে না। ফলে জনসাধারণের পকেটে কিছুটা চাপ কম পড়বে। এখান থেকে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply