সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি জব্ধ করেছে থানা পুলিশ। এসময় নৌকার মাঝিসহ দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২২অক্টোবর) বেলা ১২ টার দিকে উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাঁও স্কুল সংলগ্ন পিয়াইন নদী থেকে চিনির বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুজন হলেন- বিজয় পাড়ুয়া হাওর এলাকার বশির মিয়ার পুত্র কুতুব উদ্দিন ও আছদ্দর আলীর পুত্র আলাউদ্দিন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাঁও স্কুল সংলগ্ন পিয়াইন নদীতে অভিযান চালায়।
এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৪২ বস্তা চিনি উদ্ধার করা হয়। চিনির মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা এবং নৌকার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা বলে পুলিশ জানায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, জব্ধকৃত ভারতীয় চিনি শুল্ক ফাঁকি দিয়ে নিজ জিম্মায় রেখেছিল আসামীরা। জিজ্ঞাসাবাদে তারা আরও একজনের নাম বলেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply