মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ছাত্র- শিক্ষক – কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিবাদ্য নিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় ইঁদুর দমন অভিযান পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন, নাটোর ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মাছুদুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, নাটোর সদর কৃষি অফিসার নীলিমা জাহান, অতিরিক্ত উপপরিচালক উদ্যান সামসুন নাহার ভূইয়া সহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসম বক্তারা বলেন
ইঁদুর আমাদের বৈশ্বিক জীববৈচিত্র্যের একটি অংশ। তাই ইঁদুর দমনের পদ্ধতি হতে হবে পরিবেশসম্মত, যাতে অন্যান্য উপকারী জীবের কোন ক্ষতি না হয়। ইঁদুরের ক্ষয়ক্ষতির ধরন, ব্যাপকতা ও দমন প্রক্রিয়া অন্যান্য বালাই থেকে সম্পূর্ণ আলাদা ও কৌশলগত। তাই স্থান কাল পাত্রভেদে কৌশলের সঠিক ও সমন্বিত দমন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইঁদুর দমন করতে হবে। ইঁদুর দমনে আধুনিক ও কার্যকরী উপকরণ এবং প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply