মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পটুয়াখালী জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৮ দিনে ১৪২ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা এবং ২১ লাখ ৮১১ মিটার জাল জব্ধ করে আগুন দিয়ে ভষ্মিভূত করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত পটুয়াখালী সদরসহ জেলার ৮টি উপজেলায় ৩৬৭টি অভিযান চালানো হয়েছে এবং ১০০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪৭টি মামলা করা হয়েছ। জেলায় ৩৫ অবতরণ কেন্দ্র, ৩৮৯টি মাছ ঘাট, ১৩২৭টি বিভিন্ন আড়ত এবং ৪৯২টি বাজার পরিদর্শন করেছেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরসমূহের কর্মকর্তারা।
গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অভিযানে ৫.৩১৩ মেঃ টন ইলিশ জব্ধ করার পাশাপাশি ৩ কোটি ৫৩ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ২১ লাখ ৮১১ মিঃ অবৈধ জাল জব্ধ করা হয়েছে বলে খামার ব্যবস্থাপক শাহানাজ পারভীন জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, ইলিশ সম্পদ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য জেলার সকল নদ-নদীসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply