মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক গৃহ বধুর মৃত্যু হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম উপজেলার জোতদৈবকি এলাকার মহাসিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায় নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন দিয়ে পায়ে হেঁটে ওই নারী যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
নিহতের দেবর হুনা জানান গতকাল বিষ্ণপুর ভায়ের মেয়ে সিমার বাড়িতে বেড়াতে যান রশিদা বেগম। আজ সকালে তার মামী শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে সীমার বাড়ি থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে নবীনগর আসার পথে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন দৈনিক কালবেলাকে জানান এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply