সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শ’২৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত পাচুরাম রবিদাসের পুত্র নিরঞ্জন রবি দাস(৫৩) ও শিরিষ রবি দাস(৫০)’র বসত বাড়ি থেকে এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য অনুমান লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। নিরঞ্জন রবি দাস ও শিরিষ রবি দাস একটি মামলার পলাতক আসামী বলে জানিয়েছে থানা পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের দিক নির্দেশনায় থানার এসআই
মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ সাদেক আহমদ, এসআই আশরাফুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ জব্ধ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এ ব্যাপারে জানান, উদ্ধারকৃত মদ জব্ধ করে ৭ জন মাদক কারবারির বিরুদ্ধে ছাতক থানার এস আই আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply