মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।
সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে। একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply