নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে শহর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য নেতাকর্মীদের গুম, হত্যা ও মিথ্যা মামলা দায়ের করেও ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন। বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও ফাঁসির দাবি জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply