নিজস্ব প্রতিবেদক :
জাকের পার্টি জামালপুর জেলা ও পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জামালপুর জেলা পরিষদ অডিটরিয়ামে জামালপুর জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন আয়োজিত কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মহাসচিব মোঃ শামীম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মোঃ মাহাবুবুর রহমান হায়দারসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জামালপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। এ সময় জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেলসহ জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জামালপুর জেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply