মোহাম্মদ মাসুদ
বাংলাদেশ পুলিশ আইনে নিজ জেলায় চাকরির সুযোগ না থাকলেও মেট্রো পুলিশ আইনে নিজ জেলায় চাকরি করতে না পারার মতো কোনো নিয়ম নেই। শুধুমাত্র চট্টগ্রাম ব্যতীত অন্য মেট্রোপলিটনগুলোতে নিজ জেলার পুলিশ সদস্যরা ঠিকই চাকরি করছেন বলে জানান পুলিশের একাধিক কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলীর ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। যেখানে নিজ জেলা চট্টগ্রামের বাইরে বদলির নামে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।
১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে মুখোমুখি হয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা (অবঃ) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের আইজিপি ময়নুল ইসলামের। এসময় আইজিপি বলেন, চট্টগ্রামের লোকদের বদলীর ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য হচ্ছে না। সারা দেশে পুলিশ চাকুরি করছে, করবে এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশ পুলিশের রুটিন ওয়ার্ক। অভিযোগটি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকচ করে দিয়ে বলেন, চট্টগ্রামের লোকদের সাথে কোনো বৈষম্য হচ্ছে না বরং এমন অভিযোগ উঠে থাকলে তা সত্য নয়। অভিযোগের সত্যতা থাকলে বিষয়টি গুরত্ব দিয়ে দেখতাম। আমি পুরো দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই আমার কাজ।
উল্লেখ্য : বৃহৎ জনস্বার্থে দেশের প্রয়োজনে সারা দেশের জন্য কাজ করছেন অত্যন্ত বিনয়ী ও আন্তরিকতার সাথে।
স্বরাষ্ট্র উপদেষ্টা (অবঃ) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের আইজিপি ময়নুল ইসলাম মহোদয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply