ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ ও বি,এন,পি’র সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে,এসময় আওয়ামী লীগ নেতা কর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত চারজন।
শনিবার(২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর চর বলাকীতে এই ঘটনা ঘটে।আহতরা হলেন চর বলাকী গ্রামের আওয়ামী লীগের কর্মী শুক্কুর আলী (৪০) ও শাহাদাত (৩২) ও বি,এন,পি কর্মী আনোয়ার হোসেন(৪০),জান্নাত (২৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থক কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে।তাঁরই ধারাবাহিকতায় ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মো:মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থক’রা।এসময় তাঁরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর ছিঁড়ে ফেলে।
ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মো:মাহফুজ প্রধান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ ও বিস্তার করে এই এলাকার মানুষের ঘুম হারাম করে ফেলেছে। আজও প্রসেনজিৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু নির্দেশে আমাদের বিএনপি ক্লাব ভাঙচুর করেছে। ক্লাবে আমাদের নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান এর ছবি ছিঁড়ে ফেলে দেয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা বি,এন,পি’র আহবায়ক কমিটির সদস্য মো:জাহিদ হোসেন বলেন,৫ই আগষ্টের পর চর বলাকীতে বি,এন,পি’র অফিস করার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ক্ষিপ্ত ছিল,যার ফলে আজকের এই হামলা।
অপর দিকে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন,এটা রাজনৈতিক কোন বিষয় না,যা ঘটেছে তা পূর্ব শক্রতার জেরে।স্থানীয় বি,এন,পি রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, মামলা হচ্ছে এজাহার দেখে আসামি গ্রেপ্তার করার প্রক্রিয়া চলচ্ছে।এখন পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply