সিলেট প্রতিনিধি :
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি বিষু দেবনাথের উপর দুর্বৃত্ত সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বিষু ও তার পরিবার।
জিডি ও অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিপূজা ও সংবাদ প্রকাশের জের মেঠাতে সুপরিকল্পিত ভাবে হামলা চালানো হয় সাংবাদিক বিষু দেব নাথের উপরে। বিগত (১৮ নভেম্বর) ভূমি খেকো জালিয়াত চক্রের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। ওইদিন রাত ১১:৩৫ মিনিটের সময় একটি মোবাইল নম্বর-থেকে কল দিয়ে তার ব্যক্তিগত মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগালিসহ তাকে খুন-ঘুম,বাড়িঘর ভাংচুরসহ প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। পরদিন সকালে তিনি জানমাল নিরাপত্তা ও প্রতিকার দাবি চেয়ে এসএমপি শাহপরাণ (রহঃ) থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার ডায়েরী নং-১০৬৮/২০২৪ইং। এই সংবাদ ছড়িয়ে পড়লে ভূমি খেকো জালিয়াতি চক্র আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামীরা একই এলাকার হওয়ায় দুপুরের দিকে ৩-৪জন প্রভাবশালি লোক তার বাড়ীতে গিয়ে জিডি তোলে আনার হুমকি দিয়ে বলে জিডি না তুললে তাকে খুন-ঘুম, বাড়ীঘর ভাংচুরসহ তাকে প্রাণে হত্যা করা হবে। চলে আসার সময় তারা জানায় রতন মনি মোহন্তের বিরুদ্ধে তুই যা ইচ্ছে করে যা আমরা তোকে ছাড়বোনা। অবশেষে ওই দিন সন্ধ্যায় তিনি ইসলামপুর মেজরটিলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে তার বাড়ীর সামনে থেকে অপরিচিত একটি কালো রংয়ের নোহা গাড়িতে তোলে নিয়ে গিয়ে মুগিপাড়া হাওর এলাকার একটি নির্জন স্থানে বেধরক মারপিট ও উলঙ্গ করে ভিডিও ধারণ শেষে তাকে ফেলে রেখে চলে যায়। তখন মূখোশধারী সন্ত্রাসীরা রতন মনি মোহন্তকে তার মারধরের ছবি ও ভিডিও ধারণের লাইভ করে তাকে দেখায় ও বলে রতনদা দেখেন আর বলেন তাকে কি দুনিয়া থেকে তুলে দেব। এসময় ঘাতক রতন মনি মোহন্ত তাদের বলে যা হয়েছে বেশি হয়েছে আর কিছু লাগবে না, তবে যেনো এঘটনার কোন স্বাক্ষী না পায় সেদিকে নজর রেখো। পরিশেষে তাকে সেখানে রেখে তারা পালিয়ে যায়। একপর্যায় ভিকটিমের কাকা খুজাখুজির পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় গিয়ে রতন মনি মোহন্তকে প্রধান আসামী করে আরও তিনজনের নাম উল্লেখসহ গং-৪/৫ জনকে আসামী দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারনে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিদুৎ ঘটনাস্থলে না গিয়ে (সেল/লেক) কোন তথ্য উপাত্ত সংগ্রহ না করে বিষয়টিকে ভিন্ন পায়তারায় নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আওয়ামী সরকারের দোসর রতন মনি মোহন্তের ঘেরাকলে পড়ে ওই কথিত এসআই কাজ করছেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
এদিকে খুঁজ নিয়ে জানা গেছে, অভিযোগ দায়েরের তিন দিন সময় অতিবাহিত হলেও বাদির মুঠোফোন রিসিভ করছেননা তদন্তকারী কর্মকর্তা বিদু্্যৎ। এর আগে ওই কর্তার বিরুদ্ধে অভিযোগ ছিলো আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয়ে নিজের পেশা চালিয়ে গেছেন। এছাড়াও তিনি স্বৈরাচার সরকারের আমলে এই পেশায় নিয়োজিত হয়েছেন বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে এসআই বিদু্যতের সহীত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন সদ্বত্তোর না দিয়ে বলেন, আমার বাড়ী মৌলভীবাজার জেলায় । দীর্ঘ প্রায় ৮ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছি কিন্তু আমি এ ব্যাপারে কোন কথা বলতে পারবোনা। তিনি বলেন আমি বাদির সাথে বিষয়টি নিয়ে আলাপ করব।
এ ব্যাপারে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরের সাথে আলাপ হলে তিনি বলেন, বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। যত বড়ো প্রভাবশালী হোক না কেনও ঘটনার সাথে জড়িত থাকলে অবশ্যই সবাইকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি একটু সময় লাগবে বলেও জানিয়েছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply