কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে ও বৈষম বিরোধী উপজেলা প্রতিনিধি মো: রাশেদ এর সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) নুরুল আমিন,থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মাঈনুদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাউল্লাহ প্রমুখ।
এ-সময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে কাপাসিয়া উপজেলায় যারা আহত হয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।
বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় অন্যান্যর মাঝে বৈষম বিরোধী জেলা প্রতিনিধি মাহিন সরকার, উপজেলা প্রতিনিধি মিনহাজুল আবেদীন, যুবরাজ প্রধানসহ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply