নিজস্ব প্রতিবেদক
“সঞ্চয় করলে নিজের সমৃদ্ধি-একই সাথে দেশের প্রবৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সঞ্চয় সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোঃ রুহুল কুদ্দুসের নেতৃত্বে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা সঞ্চয় অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোঃ রুহুল কুদ্দুস। সঞ্চালনা করেন, জেলা সঞ্চয় অফিসার মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও টিআইবি’র সাবেক সভাপতি অজয় কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ এমদাদ হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন, ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক তারিকুল ফেরদৌস, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, ইসলামপুর জেজেকেএম কলেজের সহকারি অধ্যাপক সাজ্জাদ হোসাইন।
আলোচনা সভায় বক্তাগণ সঞ্চয় করার প্রতি উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও সঞ্চয়কারীদের জন্য অফিসের কিছু প্রতিকুলতা তুলে ধরে সেসব নিরসনের উপর গুরুত্বারোপ করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply