সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক পৌর সভার তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মিতালী ভট্টাচার্যের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মহল্লার টেবলু বাবুর বাড়ির আঙ্গিনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিজ মিয়া। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মিতালী ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর সভার প্রতিষ্টাতা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, বিশিষ্ট মূরব্বি গোলাম কিবরিয়া আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস নিতাই, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি খলিলুর রহমান মানিক, প্রধান শিক্ষক দুলন তরফদার। অন্যন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, রাজনীতিবিদ সামসুদ্দীন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোসনা বেগম, শিক্ষক দিপক রঞ্জন দাস, প্রাক্তন ছাত্র তারেক আহমদ, নজরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্যবসায়ী সমছু মিয়া। বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মহল্লার বিশিষ্ট মূরব্বি আব্দুল খালিক, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসাইন, হাজী ছালেক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহফুজ বাবলু, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী বনিম আলম ও গীতা পাঠ করেন পুরব চক্রবর্তী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মিতালী ভট্টাচার্যকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুল দিয়ে বরন করা হয় এবং শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply