নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক শাহাদাৎ হোসেন (৪২) মারা গেছেন। ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়।
আজ (১১ ডিসেম্বর) রোজ বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলাধীন মুনিয়ার পুকুরপাড় এলাকায় সিএনজি ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহাদত হোসেন চৌধুরী নামে একজন সিএনজি ড্রাইভার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
সিএনজিতে থাকা বাকি যাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান।
হাটহাজারী মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন চৌধুরী (৪০),পিতা মোঃ আজিজুল হক চৌধুরী, মাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগম, গ্রাম: পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম।
নিহত শাহাদাত হোসেন চৌধুরী দুই কন্যার জনক ছিলেন। তিনি পরিবারসহ মুনিয়া পুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের ওসি শাহাবুদ্দিন জানান, ঘাতক কাভার ভ্যানটি আটক করা হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ কাউসার জানান, নিহত শাহাদাতের লাশ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply