নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার দুইজন পলাতক আসামীকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
১১ ডিসেম্বর বিকাল সারে ৪টায় সুনামগঞ্জ জেলা শাল্লা থানার আনন্দপুর এলাকায় অভিযানে (সুনামগঞ্জ জেলার দিরাই থানার এলাকায় পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯, সিলেট এর (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার (মোঃ মশিহুর রহমান সোহেল) বলেন, গোপন সংবাদে র্যাব-৯, সিপিএসসি,সিলেট ও সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ অভিযানে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী আব্দুল কাদির (৬০), পিতা-মৃত সুবেদ আলী, সাং-মির্জাপুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ।
এছাড়াও অপর একটি অভিযানে একই দিনে ১১ ডিসেম্বর রাত ৯টায় এসএমপি সিলেট কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকা হতে একই মামলার অপর আরেকজন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর চৌধুরী (৪৫), পিতা- মতব্বির চৌধুরী @তাজ মিয়া,সাং- মির্জাপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।
আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply