সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে কার্নিভাল ইন্টারনেট প্রেজেন্ট পৌরসভা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২৪ইং সিজন”৩”র ফাইনাল খেলা ছাতক উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়। ফাইনালে বেঙ্গল টাইগার্স ছাতক বনাম এলিভ্যান স্টার ছাতকের মধ্য ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ২ ঘটিকায় শুরু হয়। ফাইনালে ইলিভ্যান স্টার ছাতক টসে জয়লাভ করে ব্যাটিং নেয়। ফিল্ডিং আমন্ত্রন জানায় বেঙ্গল টাইগার্স ছাতককে। ব্যাটিংএ এলিভেন স্টার ছাতক ২২০ রান করে বেঙ্গল টাইগার্স ছাতককে ২২১ রানের টার্গেট দেয়। প্রথমে ব্যাট করতে নেমে এলিভেন স্টার ছাতক ২২০ রান সগ্রহ করে বেঙ্গল টাইগার্স ছাতককে ২২১ রান করতে গিয়ে ১৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান সগ্রহ করে পরাজিত হয়। ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণ করা হয়।সাংবাদিক ও ধারা ভাষ্যকার সেলিম মাহবুবের পরিচালনায় পুরুস্কার তুলে দেন বিশেষ অতিথি হিসেবে ছাতক উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ লাল মিয়া, কার্নিভাল ইন্টারনেটের পরিচালক, দৈনিক সিলেট ২৪ লাইভ ডট কমের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল করিম নেওয়াজ, ব্যবসায়ী তজ্জুমুল আলী। এসময় আমেরিকা প্রবাসী মুছা আহমেদ রমী, জহির উদ্দিন দিনান, মামুন আহমদ, রাজন, তোয়া, সাগর, রাকিব, সেবুল, রাহেল, রিফাত, ইয়ামান, প্রিন্স, শুভ, রকিসহ কৃতি নবীন ক্রিকেটারবৃন্দ প্রমুখ। ফাইনালে চ্যাম্পিয়ন এলিভ্যান স্টারের টিম ম্যানেজার শরীফ আহমদ চৌধুরী ও অধিনায়ক সেবুলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা তুলে দেন পুরুস্কার দাতা মাহমুদুল করিম নেওয়াজ। ফাইনালে রানার্সআপ বেঙ্গল টাইগার্সের টিম ম্যানেজার জহির উদ্দিন দিনান, মামুন আহমদ ও অধিনায়ক তোফায়েলের হাতে ট্রফি এবং নগদ ৭ হাজার টাকা পুরুস্কার দাতা নোমান ইমদাদ কাননের পক্ষে পুরুস্কার তুলে দেন রমী ও সানী। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ এলিভ্যান স্টারের সোহান আহমদ। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান মিলিটারি ছাতকের সানি। টুর্নামেন্টের সেরা বোলার বেঙ্গল টাইগার্সের তোফায়েল। টুর্নামেন্টের সেরা খেলোয়ার এলিভ্যান স্টারের রাতুল আহমেদ। ফাইনালে অপরাজিত ছিলেন বেঙ্গল টাইগার্সের মামুন আহমদ ১০২ রান করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে ক্রিকেটার রাব্বি ও হ্নদয়। স্কোর বোডে রানা আহমদ এবং মাশরুর দায়িত্ব পালন করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply